বেদনার নীল নীল অশ্রুতে পাঁজর খাতায় লিখে গেলাম গোপন পান্ডুলিপি
কোন এক জৈষ্ট-ঝড়ের রাতে হৃদয় খুলে চোখ বুজে পড়ে নিও
বুঝে নিও আমার অমর কবিতারা কী নিদারুণ শোক পুষে!
খুঁজে নিও অবহেলা আর না পাওয়া শব্দ চাষে !!
আমার আমরণ ব্যথাদের!
অবহেলে হেসে নিও
তারপর! দেখে নিও, আমার অমর কবিতা ফের!!