যদি কোনোদিন ঝরে যাই, ঝেরে ফেলি
এই শীতার্ত বুকের সব কুঁচকানো পাতা,
কিংবা কাউকে ছুঁয়ে যাই, ছুঁয়ে ফেলি
ভুল করে হয়ে যাই কারো শূন্য বুকের ব্যথা
আমায় খুঁজবে কি কেউ??
উঠোনজুড়া মধ্যরাতের নীল জোছনায়
ধূলোজমা পুরোনো ডায়রির পাতায় পাতায়
খুঁজবে কি কেউ ?
যদি মানুষের বসতি ছেড়ে, হুট করে
বেনামি ঠিকানায় ছুটে চলি!
আঁধার প্রিয় আমিটা বেদনা লুট করে
আধারেই দেই রঙিন সুখের বলি
দেখবে কি কেউ?
কারো শূন্যতা সুরে,অভিমান ভুলে
যদি একলা একা রাতে কাঁদি
কারো ছোঁয়াচে অসুখ সারাতে গিয়ে
আমারেই অসুখ বাঁধে যদি
জানবে কি কেউ?
যদি কোনদিন কাশফুলের মাঠে
হয়ে যাই কোন মানুষীর দীর্ঘশ্বাস
বেরঙা বেদনায় ডেকে ওঠে
কারো শূন্য বুকের বা'পাশ
কাঁদবে কি কেউ?
যদি 'ভালোআছি''ভালো থেকো' বলে
দিয়ে দিই ভালোবাসার মাশুল
জানবে কি সেও ? এত এত রঙ থেকেও
কেন নীলচে হয় সাদা কাশফুল
-যদি মানুষ থেকে হয়ে যাই লাশ
জানবে কি বুকের পুষা নীলাকাশ ?