কাজল কালো আঁখি দুটো ছড়ায় কী যে মায়া!
তুই যে আমার তপ্ত রোদে শীতল বৃক্ষছায়া।
তুই যে আমার শীতের কাঁথা, উষ্ণ কোমল চাদর,
স্বর্গসুখের দেয় অনুভব তোর ছোঁয়া ও আদর।
তোর হাসিতে মনের বাগে শিউলি বকুল ফোটে,
ফুলের রেণু ছড়ানো তোর বাঁকা দুটি ঠোঁটে।
তুই যে আমার মন আকাশে ঝলমলে চাঁদ তারা,
মুগ্ধ চোখে চেয়ে থাকি হয়ে আত্মহারা।
তুই যে আমার বইয়ের ভাঁজে সতেজ ময়ূরপালক,
দুষ্টু আমি তোর কাছে ঠিক শান্ত সুবোধ বালক।
তুই যে আমার মিষ্টি কোকিল কৃষ্ণচূড়ার ডালে,
আটকে থাকি দিবানিশি তোরই মায়ার জালে।
তুই যে আমার মনের মাচায় লকলকে পুঁইলতা,
তোর ছোঁয়াতে ক্লান্ত মনে আসে সতেজতা।
তুই যে আমার ডিঙ্গি নৌকা শান্ত নদীর জলে,
চোখ জোড়ানো সবুজ টিয়া নানান পাখির দলে।
তুই যে আমার শীতসকালে খেজুর রসের হাঁড়ি,
ফুলে ফলে সাজালি তুই মনের উঠোন, বাড়ি।
তোকে ছাড়া থমকে যাবে আমার জীবন চাকা,
মনের খাতার পাতায় পাতায় তোরই ছবি আঁকা।
১৭ অক্টোবর, ২০২৪