নাম নেই কোন দলে, নই কারো পক্ষে,
লেখে যাই, দেশপ্রেম নিয়ে এই বক্ষে।
ন্যায়ের পক্ষে সদা, নই কারো মিত্র,
ছড়া ও পদ্যে আঁকি সমাজের চিত্র।
জিজ্ঞেস করো যদি, তবে তুমি কার?
উত্তর একটাই, আমজনতার।
স্বার্থ হাসিলে যদি তেলবাজি করি,
অসাধুর সাথী হয়ে এ কলম ধরি।
জুলুম দেখেও যদি হয়ে থাকি চুপ,
গিরগিটি হয়ে যদি পাল্টাই রূপ।
অন্যায় প্রশ্রয় দেই যদি, তবে
ঘৃণাভরে চেহারায় থুথু দিও সবে।
সত্যের পথে থেকে মজলুম হলে,
ঘাতকের হাতে প্রাণ যায় যদি চলে।
তবুও আপোষ নেই মিথ্যার সনে,
আমৃত্যু লেখে যাবো নির্ভিক মনে।
রচনাকাল- ১১ আগস্ট, ২০২৪