চাঁদের মত মুখ , তুমি স্বপ্ন হয়ে আসো
চাঁদের মত মুখ , তুমি কাকে ভালোবাসো?
চাঁদের মত মুখ , তুমি পাখির ডানা হবে?
চাঁদের মত মুখ , আমি হারিয়ে গেছি কবে!
চাঁদের মত মুখ , তুমি নদী হতে জানো?
চাঁদের মত মুখ , একটু দখিন বাতাস আনো।
চাঁদের মত মুখ , তুমি শুধুই অঙ্ক কষ?
চাঁদের মত মুখ , তুমি একটু পাশে বসো।
চাঁদের মত মুখ , তুমি উড়তে জানো, ঘুড়ি?
চাঁদের মত মুখ , তুমি মন করেছ চুরি।
চাঁদের মত মুখ , আমি স্বপ্ন দেখি খুব
চাঁদের মত মুখ , আমি ডুব দিতে চাই, ডুব।
চাঁদের মত মুখ , আমি হব নদীর মাঝি
চাঁদের মত মুখ , আমি তোমার শর্তে রাজি।
চাঁদের মত মুখ , চলো চাঁদের আলো মাখি
চাঁদের মত মুখ , এসো, হাতটা হাতে রাখি...