যদি কেউ কিছু করে
যদি ওত পেতে থাকে কোনও বিপদের ছায়া
পরম মমতা আর ভালবাসা দিয়ে
রেখেছ বাঁচিয়ে তুমি অপত্য সন্তান।
সেই কোন অজানা অতীত থেকে
আজও তুমি অতন্দ্র প্রহরী
চোখ জ্বেলে বসে আছ
কার সাধ্য স্পর্শ করে তোমার সন্তান?