হাসে না কেউ হাসে না
ভাল তো কেউ বাসে না
তবুও একলা বেঁচে আছি।
আয় না আয় না তোরা
ছুটিয়ে টাট্টু ঘোড়া
আয় না সবাই মিলে বাঁচি ।
ওই যে ওই উপরে
আকাশে পায়রা ওড়ে
ভোল রে মনের যত ক্ষত
মনটা একটু খুলে
নাচ রে দুহাত তুলে
দ্যাখ রে বাঁচার মজা কত।