খাচ্ছে তারা ব্যাকটিরিয়া
খাচ্ছে তারা ছাইপাঁশ
এসব নিয়েই বাঁচছে তারা
গোটা বছর-দিন-মাস।
ফুটপাতেই বাঁচছে তারা
ফুটপাতটাই ঘর
ফুটপাতটাই আপন শুধু
আর সবটাই পর।
ছেঁড়া কাঁথা ইটের বালিশ
হাজার লোকের হিসু
এসব নিয়েই ঘুমিয়ে পড়ে
এ 'কলকাতার যীশু'।
ঘুমের ঘোরে রাতদুপুরে
উঠলে গায়ে গাড়ি
পুলিস এসে পেটায় কষে
দোষটা যেন তারই।
হাজার বারও ভাবে যদি
ফুটপাতটাই ঘর
ফুটপাতটাও অন্য কারও
ফুটপাতটাও পর।