☁ ☁ ☁ ☁ ☁
ও মেঘ তোর দেশেতে
আমরা আজকে সবাই
ফুরফুর আদরমাখা
ছুঁয়ে যা আয় না রে ভাই।
ও মেঘ কোথায় রে তুই?
আয় না স্বপ্ন নিয়ে
নাচব তাথই তাথই
দেব রে পুতুল বিয়ে।
ও মেঘ তোর ডানাতে
ভাসব বিদেশ বিভূঁই
দেখব ঝর্ণা নদী
নিয়ে চল আমায় রে তুই।
ও মেঘ রাগ করেছিস?
মুখ তোর গোমড়া কালো!
ও মেঘ তোর দেশেতে
এসেছি বাসরে ভাল...
☁ ☁ ☁ ☁ ☁ ☁