তিনটি চার লাইনের কবিতাঃ-
১
দুঃখ
- সুদীপ্ত বিশ্বাস
ওগো দুঃখ, তোমার জন্য দুঃখ হচ্ছে খুব
তুমিই ছিলে বন্ধু-সখা, শত্রু ছিল সুখ।
মরলে আমি তখন তুমি কোথায় যাবে বলো?
দুঃখ, তোমার দুঃখে আমার দু'চোখ ছলোছলো।
২
কম্যুনিস্ট নদী
পবিত্র নদীর স্রোত ধুয়ে দেয় পাপ
মুছে দেয় যত ক্লেদ, যত অভিশাপ
কম্যুনিস্ট নদী গায় সাম্যবাদী গান
পতিতা-সাধ্বী-দেবী, সবার ভাসান।
৩
কালচিত্র
নামছে রাত। অকস্মাৎ!
চতুর্দিক অন্ধকার
বন্ধ পথ।ঘোর বিপদ,
পাচ্ছি ভাই গন্ধ তার।