রেখাটি জলের মতো রামধনু রং আঁকা তৃণ
তুমি যে হারিয়ে যাবে, আমি কি ভেবেছি কোনদিনও!
আমিও হারিয়ে যাব একদিন আকাশের গায়ে
যেভাবে জলের রেখা মিশে যায় সে জলের পায়ে।
মাটির পৃথিবী প্রিয় তাই ঠিক নেমে আসে ঘুড়ি
জীবন মানেই এই আসা যাওয়া আর লুকোচুরি।
চাঁদের কিরণ এসে মুছে ফেলে ঘোর অমানিশা
স্ফুলিঙ্গ জ্বলে উঠে হঠাৎ দেখিয়ে যায় দিশা।
জীবনে চলার পথে ফের যদি দেখা হয় প্রিয়
শুখা যৌনতা নয়, বুক ভরে ভালবাসা দিও...