একটা ভয়ংকর কুৎসিত ভবিষ্যত
ঘুমের দরজা ঠেলে
দুঃস্বপ্ন হয়ে হানা দেয় রোজ রাতে !
বজ্রপাতের মতো কঠিন বাস্তব,
আকাশ - পৃথিবীর মতো নিদারুন সত্য
ভেঙে চুরচুর হয়ে যায়,
হৃদয় রক্তাক্ত করে প্রতিটা দিন
এক পাহাড় বিষাদ
সুপ্রভাত বলে যায় তবুও
আমরা আশাবাদী - সু-শাসন ও বাকস্বাধীনতার
যদিও প্রাপ্তি জানি মৃত্যুই কেবল ।