হে দেবী বীনাপানী
নাহি দিলাম তব চরণে দুটি ফুল, অঞ্জলি দিবার ছলে
নাহি ডাকিলাম বক্ষে জুড়ে হাত খানি
তবু কিছুই কি বোঝো নায় --- এ বালক কি বলে !

নাহি জপিলাম মন্ত্র তন্ত্র,
নাহি মাতিলাম তোমায় নিয়ে গানে গানে শব্দে কিবা আলোকে
মন মাঝে সাজায়েছি যে মন্দির খানি ---
তবু দ্যাখো কি নায় কি রঙের পাতিছে আসন, এ বালকে !

না বুঝিলে না দেখিলে, না'ই বা ভালো বাসিলে মোরে
তবু জেনো এ দাসে ভালবাসিবে চিরদিন তব কল্পনা ক'রে ।।


29.01.2020 7:33 PM