শত শত আলোক বর্ষ দূরে চলো যায়
আজ এই পৃথিবীর আকাশে বাতাসে ভাইরাস উড়ে যায়
মাটিতে মাটিতে ভাইরাস গজিয়ে ওঠে,
জলে জলে ভেসে বেড়াই -----
অযুত লক্ষ কোটি ভাইরাসের পরিবার ।
এই পৃথিবী বিষাক্ত ভীষণ, ভাইরাসের স্বর্গ রাজ্য ।
মানব সভ্যতা ধূসর আজ ক্ষীণ হতে হতে পেরিয়েছে দিগন্ত রেখা
নিঃশেষ হয়ে যেতে;
এই পৃথিবীর সংসারে এসেছে মহামারী
এসেছে মৃত্যু ক্ষুব্ধ চোখে, জীবনের সব চিহ্ন কেরে নিতে ।
আর কিছু রাত, তার পরেই জীবনের শেষ রাত আসবে নেমে
বাতাস থেকে, আকাশ থেকে,
পাহাড়; মাটি ঐ গাছেদের থেকে ।
বাঁচতে চাও ? তবে ঘুমিও না, খেও না, নিঃশ্বাসও নিও না
এই পৃথিবীর কাছ থেকে; -----
শত শত আলোক বর্ষ দূরে চলো যায়
ঐ তারাদের কাছে ।।