সন্ধ্যে নামে বিষন্ন দিনের শেষে
গোধূলি বিকেল চলে যায়
চোখের জল ফেলে,
হে মালতী, আঁধার মেখে রাত্রি সেজে
বিরহে কাঁদাতে আমায় তুমি
আবার কেন -----
মুখ ঢেকে ফিরে এলে !
আজ প্রতীক্ষা জ্যোৎস্না নদীর
ঝর্না ধারার এলোকেশী,
ওই মেয়েটির হাসি...
স্তব্ধ অন্ধকার গুটিয়ে ফিরে যাও
আমার হৃদয়ে সন্ধ্যা প্রচুর ।।
26.03.202 7:25 PM