তোর হাতছানিতেই বসন্ত বিকেলে
প্রেম মেখে সন্ধ্যা নেমে এলো
তোর হাতছানিতেই রাস্তার মোড়ের
নিয়নের বাতি উষ্ণতা পেলো ।
তোর হাতছানিতেই একাকী বালক
প্রেম লিখে দিলো এ চিরকূটে
তোর হাতছানিতেই ক্লান্ত কোকিল
ডেকে ডেকে ঘরে এলো ছুটে ।
তোর হাতছানিতেই ফুঁচকা চপে - র
দোকানে লাগলো দারুন ভীর
তোর হাতছানিতেই ওই নদীর ধারে
থমকে গেলো নৌকা মাঝির ।
তোর হাতছানিতেই কবি বাসস্টপে
বসন্ত আসার গেয়ে ওঠে গান
তোর হাতছানিতেই প্রেমিক লোকে
ফাগুন নামে অগুন করছে দান ।।
22.02.2020 5:56 PM