হারিয়ে যাবো যেদিন
তোর মনের এলোমেলো ইচ্ছে গুলোর মাঝে
শুধুই তোর নামে তোর হৃদয় ছুঁয়ে
নিস্পলক চোখে দেখবো প্রিয় তোকেই সকাল সাঁঝে
তোকে দেবো প্রেম নিবেদনে গোলাপ নয় বাগান ভরা জুঁয়ে ।
হারিয়ে যাবো যেদিন
তোর মন পাড়ায় স্বপ্নের দেশ জুরে
অলিখিত ভালোবাসা কত জমেছে যত তোর প্রতি
দিবা রাত্রি তোর হাসি দেখে ঘুরে ঘুরে
প্রেম দিয়ে প্রিয় তোর প্রেমিক হবো তোরই হৃদয় পুরে ।
হারিয়ে যাবো যেদিন
তোর শরীরের কোথাও কোনোখানে
প্রাণ আমার তুই হবি শরীরটা যদিও তোরই হবে
সেদিন প্রিয় সন্ধ্যা হলেও প্রেমের গানে গানে
তোর জীবনে আনবো খুশি, চারদিক শুধুই সুখ রবে ।
05.01.2020 10:30 AM