রেখেছি যতনে আজো সেই
প্রথম তোমার দেওয়া চিঠি,
আজও একাকী ঘেটে যায়
হারিয়ে যাওয়া সমস্ত স্মৃতি ।

সেই তোমার লেখা ভালবাসি
আবার ও পড়লে মন হারায়,
তাই আজও ছুটে চলে যায়
তোমার বাড়ির ছোট্ট পাড়ায় ।

আজো রেখেছি তোমার চিঠি
আমার লেখা কবিতার খাতায়,
যখন আমার চোখে পরে যায়
দুঃখে কাঁদি পুরোনো ব্যাথায় ।

আজ হয়তো তোমার মনে নেই
আমাকে ভুলেই গেছো প্রায়,
এমন কত জন সজনী আমাকে
শুধু ব্যাথা দিয়েছে হিসাব নাই ।


10.06.2016