সাত সমুদ্র পার করে আজ তুমি আবার এলে
তিন কুল ভুলেও বলো হেথায় কি খুঁজে পেলে ।

ছয় ঋতু কাটিয়ে দিলে একা বসে বসেই প্রায়
পাঁচ কড়ি তুলে এবার এসো আমি অপেক্ষায় ।

শূন্য শুধুই মাথায় আজ প্রেম করি অন্য ভাবে
দুই টি চোখ খোলো এবার আমায় খুঁজে পাবে ।

নব গ্রহ ঘুরছে দেখো চারি দিকে টেলিফোনে
চার টি দিক বন্ধ এখন তুমিই আমার এ মনে ।

ছয় ঋতু আবার এসে তোমার প্রেম পত্র ন্যয়
সাত সমুদ্র কথা ভুলিয়ে প্রেমও ফিরিয়ে দ্যায় ।।

01.02.2020 4:58 PM