সুনয়না ফিরিও না নয়ন
পৃথিবীর সমস্ত স্বপ্ন বুকে গুঁজে চলে যাও চন্দ্রলোক
আজ মহাপৃথিবীর জল, বাতাস, মাটি
কাঁদছে ভীষণ ক্ষীণ চিৎকারে ।
সুনয়না, শত শত আলোকবর্ষ দূর হতে
আমাদের দিও আশ্বাস;
আমরা ভুগছি দারুন ব্যাথায়, শরীরে পুষে বিষ ।
সুনয়না, ফিরে যাও
বৃষ্টি হলে ধরে নেবো ক্ষনি কাঁদছো তুমিও
বিষাক্ত পৃথিবীতে আমাদের অসুখে ।।