অনেক দূরে চলে যাবো আমি
আর আসবো না ফিরে
আমার স্মৃতি পড়ে থাকবে শুধু
তোমার জীবন ঘিরে ।
আমার দেখা পাবে না কখনো
ডাকলেও দেবো না সাড়া
কাঁদলেও পাবে না তখন আমায়
হয়ে যাবো নীল ধ্রুব তারা ।
যখন একাকী পথ চলবে তুমি
চলবো তোমার সাথে
সব ভেবে যখন ক্লান্ত হবে
স্বপনে আসবো রাতে ।
সকালে উঠে তুমি খুঁজবে আমায়
না পেয়ে কাঁদবে আড়ালে
বুঝবে সে দিন কি পেলে জীবনে
আর কি হারালে ।।