একটি দীর্ঘ গভীর রাত্রি পেলাম
তোমার প্রাণে মেশাবো প্রাণ
প্রিয়তমা ও চোখের পর্দা খোলো
আমার হৃদয় করে আনচান ।।
প্রেমের জোয়ারে শরীর ভাসুক
সুখের বর্ষা আসুক নেমে
আজ এসো মৃদু শিহরণে মাতি
হৃৎস্পন্দন যাক থেমে ।।
চলো মৃত্যুর স্বাদে তৃপ্তি আনি
যৌবন কুটিরে বেজেছে কাঁসর
প্রিয়তমা আজ কম্পিত ঠোঁটে
উত্তপ্ত স্পর্শে থমকে যাক বাসর ।।
17.12.19 12:15 am