প্রেম প্রস্তাব রেখে,
এ দুটি হাত চেপে দিয়েছিলে কত শত প্রতিশ্রুতির মালা
সেদিন রাতে চোখ বুজে এ পৃথিবী আর তোমাকে সহজ ভেবে
একটি সুখের সংসার পেতে চেয়েছিলাম ।
তুমি চাইলে
তোমায় দিয়ে দিলাম হৃদয় উজাড়ে পৃথিবীর সবটুকু প্রেম
তুমি ধীরে ধীরে শুশুকের মতো সর্বস্ব লুটে নিচ্ছ
দিনে রাতে অক্টোপাসের মতো জরিয়ে,
আমি দেখছি ।
আমি বিলীন হয়ে যাচ্ছি
তুমি পূর্ণ মহাশক্তি বান দানব হয়ে
আমাকে ক্রীতদাসের মতো গ্রাস করে নিচ্ছ
কখন ঘুম ভেঙে হঠাৎ দেখি তুমি ভ্রমর সেজেছো
অন্য ফুলে ফুলে ।।
11.02.2020 11:19 AM