প্রতিদিন রাত ফুরালে ভাবি
রাত ফুরালে প্রতিদিন ভাবি, তুমি ফিরবে
ফিরে আসোনি...

সন্ধ্যা হয়ে এলো হৃদয়ের দরবারে,
দিন দুয়েক আর এ জীবন-রাত্রি গোনা বাকি ।

হায় ! অন্তর্যামী শেষমেশ
আর একটিবার বিশ্বাস করো সে ফিরবে,
ফিরবেই

আমায় দিইনি সে ফাঁকি ।