তোমার কোমল আঙুলের ছোঁয়ায়
নিভে গেছে আমার হৃদয় আগুন,
শিশির কণার মতো বিন্দু বিন্দু বাষ্প জমেছে ।
মেঘেদের মতন আমার হৃদয়ে
উত্তপ্ত শরীর জুড়ে
নদী স্রোত বইছে এখন ।
আকুলি বিকুলি মন আমার
রামধনু স্বপ্ন আঁকছে;
অপলক দৃষ্টিতে ।
তোমার গোধূলি ঠোঁটে
আমারই ভালোবাসার প্রলেপ ।
প্রিয়তমা তুমি উজ্জ্বল প্রদীপ শিখা এক
আমার নয়ন তারায় ।।