প্রেম তুই স্বপ্ন হয়ে আসিস
তোর বুকে মাথা রেখে
রোজ রাত জাগবো,
সাঁঝ সকালের ঘুম ঘোর কাটিয়ে
তুই ফিরে যাস আবার
কাল রাতে কাছে ডাকবো ।
প্রেম তোর মিষ্টি মুখের লিপস্টিক
দিয়ে যাস একপিস
ঠোঁটে মাখবো,
মিথ্যা বলবো না প্রেম তোর প্রেম রে
হৃদয়ের খামে বন্দী করে তুলে রাখবো ।।
17.12.2019 1:30 am