আমরা ভয় পাই না
কঠিন আঘাত
কিংবা বীভৎস মহামারী,
আমরা পরিযায়ী শ্রমিক হলেও
মৃত্যুর সাথে লড়তে ভীষণ পারি ।
আমরা ভয় পাই না
করোনা রোগের
কিংবা মোড়ক অবসম্ভাবি,
আম্ফান ঝড়ে ঘর বাড়ি ভেঙেছে
বাড়ি ফেরাও আমাদের এটুক দাবি ।
আমরা ভয় পাই না
বিধ্বংসী ঝড়েও
বৌ ছেলে মেয়ের ভুক্ত কাটছে দিন,
ওরা বহুকাল অশ্রুজলে ভেসেছে
স্বামী সন্তানহীন ।
25.05.2020