যখন হাইড্রার মত কর্ষিকা দিয়ে তোমার জেলিফিসের মতন শরীর
ঠিক চৌম্বকের মত কাপটে ধরে
রক্ত চুষা ভ্যাম্পায়ার হয়ে, তোমার শুভ্র পিঠ ও বুকের সবটুকু ঘ্রাণ
শুষে নিই একেবারে,
তখন আমার প্রাণ আগুন হয়ে যায়
তোমাকে নিঃশেষ করে দিতে ---
কখনো জ্বলতে জ্বলতে মাঝ রাতে আমিও প্রদীপ শিখার মতন
ধপ করে নিভে যায় ।
রক্তের উষ্ণতা কমতে থাকে,
হৃদস্পন্দনের আলোরন স্তব্ধ হ'তে হ'তে
স্রোতহীন নদীর মত হয়ে যায় ---
চোখের আকাশ জুড়ে রক্তিম গোধূলি কেটে গিয়ে, আঁধার নেমে আসে ।
তোমার স্পঞ্জের মতন দেহটি ক্ষতবিক্ষত হয়ে যায়
ঘরেতে অদৃশ্য হয়ে যাওয়া বস্তু গুলো, স্পষ্ট হয়ে আসে আবার
তবু ---
পাশাপাশি দুটি নীরব নিথর মানুষ,
পড়ে থাকে কেবল ।।
27.03.2020 1:52 AM