সমস্যা সমস্যা সমস্যা কি দিন কাল এলো রে হায়
হাটে বাজারে মন্দা, নেই ট্রামে বাসে চড়ার উপায় ।
গাড়ি ভাড়া হল ন'টাকা দশ দিলে এক খুচরো দ্যন
আমি দিলে এক টাকা কন্ট্যাক্টর করে ক্যানক্যান ।
এক টাকার লজেন কিনলে দোকানির মুখ বাঁকা
শহর ছাড়া আমার এ গ্রামে চলে না একটি টাকা ।
লাখ টাকা খুচরো ও ভাই আপনি দিলেন একদিন
আজ যদি বলেন অচল পয়সা এক টাকা না দিন ।
ও দোকানি খুঁচানো ফেলে এতো নোট কোথা পাই
টাকা ছাপনোর মেশিনটি তো আমাদের ঘরে নাই ।
পুলিস জানলে এ অভিযোগ বাতিল বন্ধ লেনদেন
এরপরও যদি না চলে আপনি রিজার্ভ ব্যাঙ্ক চলেন ।
23.01.2020 11:05 PM