ও নারী তুই অস্ত্র তোল এবার
মৃত্যুর পরেও যখন মিলছে না আর ন্যায়,
ধ্বংস করে দে রাজনীতি আর
বিনাশ করে দে ধর্ষণ করে যারা
জিভ কেটে দেয় ।
ও নারী তুই শস্ত্র বিদ্যা শেখ
আইন-শৃঙ্খলা কে যখন অর্থই করছে শ্বাসরোধ,
কোমলতা ভুলে ও নারী তুই কঠিন হ
কাপুরুষদের পদতলে পিষে দিয়ে
নিয়ে নে প্রতিশোধ ।
ও নারী তুই আগুন হয়ে জন্মা
ঘোমটার আড়ালে আর কেঁদে পাবিনা সুবিচার,
বারুদের মতো ছড়িয়ে দিয়ে প্রতিবাদ
মহাবীর হয়ে লড়াই করে
ছিনিয়ে নিয়ে অধিকার ।
এ দেশ তোকে কলঙ্কিত করেছে
ইজ্জত লুটে আগুনে জ্বালিয়েছে খুনের পর,
ও নারী আজ সময় এসেছে বদলাবার
চন্ডাল রূপে মিথ্যা সমাজ সংস্কারের
টুটি চেপে ধর ।।
04 October, 2020