একদিন ! শুধু একদিন...
সমস্ত দীর্ঘশ্বাস বাষ্পীভূত হয়ে
উবে যাবে নীল আকাশে,
ঝোড়ো হাওয়ায় উড়িয়ে নিয়ে যাবে
দেহের ক্লান্তি - অবসাদ
শত চিৎকার, চেঁচামেচি
স্তব্ধ হয়ে যাবে একদিন !
নিঃস্পলক চোখে দেখবো জগৎ
কল্পনার সাথে মিলেমিশে যাবে...
নীরবে আজ সে দিনের প্রতীক্ষা ।।
07.10.2017