মহামারী পেটের ভাত কেড়েছে
টিউবঅয়েলের জল কেড়েছে দেশের রাজা,
পঙ্গ পালের দল ক্ষেতের ফসল খেয়েছে
এখন তু্ই ফাঁকা থালা ঘোটি বাজা ।।
ঘূর্ণি ঝড়ে ঘরের চাল উড়িয়েছে
বৃষ্টির জলে ভেসে গিয়েছে সব টাকা,
গিন্নি কেঁদে কেঁদে ধুতি গেঞ্জি ছিঁড়েছে
যাচ্ছে না ঠেকিয়ে রাখা ।।
করোনা রোগে রোজগার মেরেছে
এই সেরেছে এবার খাবো কী,
রেশন ডিলার চাল ডাল মেরেছে
ত্রাণ তহবিল ঝেড়েছে ঠাকুর ঝিঁ ।।
পিসিমনি মৃতের লাশ লুকিয়েছে
জানতে পেরে খেপেছে রামভক্ত হনুমান,
এসব নিয়ে রাজনীতি তুঙ্গে উঠেছে
তাই আমরা শুনছি বাউল গান ।।