জানালায় রোদের ছাট
হালকা হাওয়াতে খেলা করা চকচকে গাছের ছায়া
কিছুটা বসন্তের মতো
আমি শুনি কোকিলের ডাক
শিমূল ফুলে ।
গোধূলি বিকেলের ধুলো মাখা পথ নির্জন বারান্দায়
এক পায়ে দাঁড়িয়ে বোবা শালিক
একাকী বসে চিলেকোঠায়
আমি দেখি
দূর দিগন্তে নীল আকাশ মেলেছে ডানা ।
25.01.2020 3:17 PM