যারা ধান ক্ষেত চেয়েছিলো
কিংবা ভিটে
অথবা পায়ের তলায় মাটি
তারা সবাই আসমান জমিন পেলো

অথচ কেউ সাড়ে তিন হাতের বেশি
নিলো না,

নিলো না ।