যদি বলি ভালো থেকো, ভালো থাকবে
নাকি যন্ত্রনাকে দাঁতে চেপে
মিথ্যা হাসবে ?
যদি বলি ভালোবাসি, সত্যি ভাববে
নাকি সে হাসির ছলে তুমি
মিথ্যা ভালোবাসবে ?
যদি বলি মন ভালো নেই, কাছে এসো
মিথ্যা জেনেও কি পাশে আসবে
নাকি দূরে যেতে যেতে হারিয়ে যাবে
আরো আরো দূরে,
আর খিলখিল করে হাসবে ?
যদি বলি প্রেমের কথা; দুটি শালিক পাখির
কিংবা তোমার আমার
হারিয়ে যাবার, তোমার কি চোখে ভাসবে
নাকি সমস্ত কিছু ভুলে গিয়ে
অন্য কাউকে ভালোবাসবে ?