পৃথিবীর সেইসব রঙের দিন ফুরিয়ে গেছে, এ জীবন
আজ কেবল ধূসর পান্ডুলিপি,
স্মৃতি ছায়া ঘেরা পথের মাঝে, বার্ধক্য স্বপ্নের মতন ।

কাল তুমি ছিলে, আজ ওরা আছে, পরদিন কেও থাকবে না
বসন্তের প্রলেপ মেখে পারি দেবে অতীতের -
শুকনো পলাশ ফুলে ।

শুধু এই কটা দিন, রঙ মেখে জীবনের সব ঋন মিটিয়ে দিয়ে
কেও যাবে না,
ঝড়া পাতার বোঝা কাঁধে নিয়ে ।

তবু আমি, জীবন উদ্যানের শুকনো পাতায় স্বপ্ন আঁকি
নীল, লাল, বসন্তের রঙিন দিন গুলির মত
যদি কাল ইতিহাস হয় ।


09.03.2020  12:37 PM