চোখের কালোয় খুঁজছি তোমায় - রাত্রি জাগা ভোরে
ও প্রিয় তুমি দিও না এ আঁধার আমায় আপন ক'রে,
জীবন পথে ফকির আমি, হাতরিয়ে শুধু শূন্যতা ধরি
অন্ধ চোখে তবু তোমার নিখোঁজ মনটির খোঁজ করি ।

দ্যাখো কান্নার ঝড় ডাকে তোমায় মাতে দারুণ শোকে
কি যেন বলে নির্বাক চিৎকারে বোবা এ মানুষ লোকে,
রুদ্ধশ্বাসে ছোটে কেবল এ পৃথিবীর কাঁটা ঝোপ ঝাড়ে
ও প্রিয় তোমার দেওয়া আঘাত জানো কিভাবে মারে ?

অসহায় এ মন পোড়ায় হৃদ মাঝাড়ে লাগায় দাবানল
অনুভূতি গুলো ভস্মীভূত দগ্ধ শরীরও পোড়ে অনর্গল,
তবু বাঁচতে চাই মৃত স্বপ্ন, মৃত সকল আশা দিন ভোর
মৃত আমার হৃদয় তবু হায়, মরেনি তোমার প্রেম চোর ।


30.01.2020 9:32 PM