তোমায় দেওয়া কবিতাদের ফিরতে হবে
আজ নয়, কোনো একদিন ক্লান্ত বিকেল বেলায় হাঁপাতে হাঁপাতে
ওরা ভয়ানক বিষাক্ত ----- প্রেমের জীবাণু ছড়িয়ে দেয়
ধূসর আকাশে সাদা বাতাসে
ওদের ফেরাতে হবে !
তুমি দিনে দিনে ফুরিয়ে যাচ্ছো ওরা তোমার রক্ত মাংস চুষে খাচ্ছে
তুমি জীবন্ত কংকাল হয়ে গেছো
ওদের সাথে রাত জাগতে জাগতে দীর্ঘ কাল ।
তোমায় দেওয়া কবিতাদের শ্বাসরুদ্ধ করে দিয়েছে আমার
শাঁড়াশির মতো আঙুলের দল ----- তোমায় যেদিন বেসেছিলো ভালো
আজ ওরা মৃত, তোমার শরীরে বেঁধেছে বাসা
হে প্রিয় ছুটে পালাও ! শ্বাস-প্রশ্বাসে জলে স্থলে এখানে শুধুই বিষাক্ত কবিতার ভূত ।
ওদের ফেরাতে হবে ----- কিন্তু সে কী অসম্ভব কুৎসিত !
আমি মুখ লুকিয়ে এক হাতে অন্য হাতের ইশারায় ওদের বলি ----- ফিরে যাও
ফিরে যাও হে বিষাক্ত কবির ক্লান্ত কবিতার দুঃখ
তোমার কবর সে বিষাক্ত কবির পুরোনো হৃদয়ের মাঝে লুকানো ।
তোমায় দেওয়া কবিতাদের ফেরাও তুলিকা
ওরা ভয়ানক বিষাক্ত ----- প্রেমের জীবাণু ছড়িয়ে দেয়
ধূসর আকাশে সাদা বাতাসে ।
17.01.2020 09:38 PM