ঝড় সামলে নিও তুমি পিছু হাঁটা ঐ
প্রেমের বুকে মুখ গুঁজে,
ঝড় সামলে নিও তুমি জাপ্টে ধরে সে প্রেম
চোখ দুটি বুজে ।
ঝড় সামলে নিও তুমি সাথে আছি
সাহস দিলাম খুব,
রৌদ্র ছায়াও দিও বৃষ্টি মুছে
আজ সূর্য মেঘের মাঝে দিয়েছে ডুব ।
আজ ঝড় সামলে নেবেই তুমি
কিসের এতো ভয়,
শুধু মনে রেখো ঝড় কেবল ঝড়ই মাত্র
মৃত্যুও মৃত্যুর চেয়ে বড় নয় ।
20 মে, 2020