আর কিছু দিন বেঁচে আছি এই পৃথিবীর বনানীতলে
তার পর স্তব্ধ চোখে পরে রব আমলকী বনে,
যেই খেনে কোনোদিন কেউ রাখেনি পদচিহ্ন কচি ঘাসের উপর
যেই খেনে পাখি কলরব করেনিকো ।
                  নেই কোনো দিগন্ত বিস্তৃত সোনালী ধানের ক্ষেত
নীলাকাশ যেই খেনে ওঠেনি কখনো কোনোদিন
        সেইখেনে চলে যাবো ----- আর কিছু দিন বেঁচে আছি ।

যত স্বপন দেখেছি মৃতের মতন, পঁচিশ বছর ধরে ঘুম ঘোরে
কখোনো তারা অন্ধকার আকাশ নিয়ে
                    উল্কা হয়ে ঝরবে আমার বুকে ।
কখনো বা জোনাকী আলো দিতে ছেঁকে ধরবে আমায়
সেই আলো ছায়া মাখা কাশ ফুল বনে -----
          যেই খেনে আমি পরে রব নিথর দেহে পাথরের মতন ।

এই পৃথিবীর সব শব্দ নৈশব্দে আমার প্রাণে রবে
আমি নিশ্চুপ ভোরের কুঁয়াশায় মিশে
নিস্তব্ধ চোখে চেয়ে রব -----
ঐ ভেজা ডুমুর গাছের ডালে, যেই খেনে কখোনো কোনোদিন
                                        বসেনিকো রাত্রি জাগা পেঁচা
ডাকেনিকো উড়ো বকের দল,
যেই খেনে শুধুই অন্ধকার !
যেই খেনে শিশির কণা মেঠো আলপথে পরে রয় অচেতন
সেই খেনে শুয়ে রব পাখির পালকের মতো ।

যেই খেনে রাত্রি নেমেছে,
             নির্জন প্রান্তে এই পৃথিবীর বনানীতলে
যেই খেনে কোনোদিন কেউ রাখেনি পদচিহ্ন কচি ঘাসের উপর
সেই খেনে চলে যাবো ----- আর কিছু দিন বেঁচে আছি ।।


03.04.2020  10:40 PM