যখন রাত্রে ঘুমিয়ে পরি
কিছু স্বপ্ন গুমরে গুমরে কাঁদতে থাকে
বুকের পাঁজর ভেঙে যাওয়া শব্দে,
অথচ আমরা আরেক স্বপ্নে নিজেকে হাসতে দেখি ।

সকালে ভুলে যায় এইসব কথা
তদ্রাচ্ছন্ন চোখে রাত্রে আবার অন্য স্বপ্নের সাথে
করি হাসাহাসি, গতদিনের স্বপ্ন আবার
চাপা পরে যায় রাত্রে ।

প্রতিদিনের এইসব স্বপ্ন কখনো হাসবে না আর
শুধু কাঁদবে, রাত জেগে ।

একা একা
কেউ শুনতে পারবে না কোনোদিন ।।


03.04.2020  2:16 AM