মানুষের চেতনা জাগ্রত হোক
এ তো নয় গো আমার প্রার্থনা,
অচেতন তুমি জাগ্রত হয়ে যাও
পৃথিবী করুক তোমার অভ্যর্থনা ।
মানুষের চেতনা জাগ্রত হোক
এ তো নয় গো আমার তপস্যা,
মৃতপ্রায় সমাজ জাগ্রত হয়ে যাক
বাস্তব ঢেকেছে মিথ্যার অমাবস্যা ।
মানুষের চেতনা জাগ্রত হোক
এ তো নয় তবু আমার অভিপ্রায়
জাগ্রত হোক বিপ্লবী দের সমাধি -
অমানুষের বিবেক যারা জাগায় ।।
12.01.2020 7:23 PM