হে সুভাষ কোথায় তুমি বীর
আরেকটি বার ফিরে এসো
দেখে যাও সেদিনের মতোই
কাঁদছে মানুষ এই দেশও ।
হে সুভাষ দেশ নায়ক যোদ্ধা
সেদিন ব্রিটিশ চুষেছে রক্ত
তুমি বাঁচালে, এবার কোথা যাই
এ সরকারও ব্রিটিশ ভক্ত ।
হে সুভাষ ভারত মাতার সন্তান
দেখো P.M এর হাতে ডুগডুগি
ইচ্ছে মতো বাজায় মন্ত্রী মিনিস্টার
আমরা স্বাধীনতা হীনতায় ভুগি ।
23.01.2020 09:22 AM