হে মঞ্জু বিদীর্ণ হৃদয় তোমারে
কাতর করুন কন্ঠে বলে
ক্ষনিকের অতিথি হয়ে বিরহের বেণু
বাজাও প্রেমের ছলে ।
হে মঞ্জু দীপ্ত ব্যগ্র মন পাখি তোমার
অলীক স্পর্শে শান্ত নয়
শুষ্ক চোখের অশ্রুসিক্ত ক্ষুধার্ত ইচ্ছে
উত্তাল তরঙ্গে বয় ।
হে মঞ্জু শহস্র দিবস প্রতিক্ষা তোমার
এসো এসেছে ফাগুন
উত্তপ্ত দেহ শিহরিত কম্পিত যৌবনে
লেগেছে আগুন ।।