আজ কয়েকটা রাত নিঃশব্দে ভাসে আবছা নীল মেঘের মতো
আমার জং ধরা বুকের কার্নিসে,
তোমার দেওয়া নরম তুলোর বিচ্ছেদের বালিসে ছারপোকা
আমার মাথায় ঘুন পোকার মতো বাসা বেঁধেছে ।

হায় ! আমি রাত দুপুরে আজও সূর্য দেখি খোঁপা খুলে, তোমার এলো চুলে
তারপরই চির আঁধার......

হঠাৎ
সাদা কালো শ্রাবনের নদী পাড়ে, উইল চেয়ারে পা ভাঙা হৃদয় নিয়ে বসলে
মনে পড়ে শুরু থেকে শেষ প্রান্ত ----
রাত জাগা পাখির সে কলতান, আজও হামাগুড়ি কাটে কানের বারান্দায় ।
আমি এক পা দু'পা করে আবার পিচঁলে যায়
প্রেমের সেই স্যাঁতসেঁতে সাঁকোতে ।

হায় ! নির্ঝরের রাতে আলো নিভিয়ে
আবছায়া ঝড় হয়ে প্রেম নিয়ে, এসেছিলে কেন বুকের পাঁজরে ।
বনলতা সেন !
তুমি দ্যাখো আজ তোমারই সন্ধানে নাটোরে
কত লোকে মিথ্যা বনলতাকে পেলেন ।।