কবিতা তুমি ফিরে যাও
দীন দুঃখীর রক্তে তোমার পরিচয় অপ্রকাশ
তুমি মূল্যহীন - অর্থহীন - অসংগত বোবা বাক্য ।
তুমি এসো না আর,
সহস্র রাত্রি জেগে আমাদের
হৃদয় তন্দ্রাচ্ছন্ন - ঢলে ঢলে পড়ি তোমার
কাল্পনিক দেহে ।
কবিতা তোমার শরীর বেচা হয় জানো প্রতিদিন
এক মুঠো খ্যাতির দাবিতে
তুমি কি ক্লান্ত গণিকা হয়ে গেছো
জোর করে কবি পদবি কিনে নেওয়া লোকেদের কাছে ।
তুমি এসো না আর,
বন্দি হয়ে যাও আমার হৃদয় অলিন্দে
আহ্ ! কেন ছেয়ে যাও তবু
শিরায় শিরায় আমাদের বিষ
কবিতা তুমি ফিরে যাও
দীন দুঃখীর রক্তে তোমার পরিচয় অপ্রকাশ ।।
26.12.2019 11:24 PM