বসন্ত এসে ডাক দিলো যেই ফিঙে পাখির বেশে
লাল শিমূল ডালে ডালে ফুটে উঠলো ফুল,
ঝরল হঠাৎ হলুদ পাতা ---- একটা ---- দু'টো ----
সেদিনের দুঃখ গুলো নিয়ে ।
তোমার হৃদয় দেখি উড়ছে হাওয়ায় দোলনা হয়ে
প্রিয়, আবীর মাখাবে এসো আলতা রাঙা পায়ে,
আমি খোলা ব্যালকোনিতে বসে, ---- তোমারও
ফাগুন রঙ মাখাবো সোনার ও গায়ে.....
18.02.2020 9:28 AM