আজ দোল পূর্ণিমায় রাঙাবো
তোর ওই ধূসর মন আর বাড়ি
এই দ্যাখ রামধনু রঙ কিনেছি
তোর জন্য কিনেছি পিচকারী ।
পলাশ ফুলের মত ফুটে উঠুক
তোর জীবন এই বসন্তের দিনে
প্রিয় হলুদ শাড়ি-তে ছুটে আয়
তোর জন্য স্বপ্ন এনেছি কিনে ।
তুই জানালায় এসে রঙ ছুড়িস
আমি বন্দি থেকে মাখবো গায়ে
তোর গালে, বুকে, পিঠে নয় রে
এক ছিটে আবীর দেব দু'পায়ে ।
09.03.2020 9:43 AM