বনলতা, পাশাপাশি বসে একটি রাত একটি হাত ব্যবধানে কেটে যাচ্ছে
আমার চোখের পর্দায় ঘুমের অন্ধকার নামছে ---
অথচ তুমি বেমালুম ভুলেছো, বিছানার সহবাস প্রতিদিনের ।
যদি হঠাৎ হাত বাড়ায়
তোমার নরম ঘুমন্ত শিওরে পৌঁছে যাবো,
কিন্তু হৃদয়ের ঘেরা টপকে এপর্যন্তই, ও পাড়ায় তোমার মন প্রহরী
জাগে রাত্রিদিন --- দিনরাত্রি, ঘুমোতে দেয় না আমাকেও
দিবানিশী --- তোমার অগোছালো শহরে আমি ফিরিঙ্গী যাযাবর ।
বনলতা, আজ শুধু ছুটে চলেছি, দু'জনেই
অচেনা সফরে
পাশাপাশি বসে একটি রাত একটি হাত ব্যধানে ---
পৃথিবীর উল্টো দিকে ।।