নারী, তুমি ছিলে বলেই
আজ আকাশ নীল,
সবুজ ঘাস, উজ্জ্বল নদী জল
তোমার প্রভায় সূর্য্য রাঙা, বাতাস ঝিলমিল ।
নারী, তুমি ছিলে বলেই
জ্যোৎস্না মাখি, আঁধার রাতে হাসি খিলখিল
নারী, তুমি ছিলে বলেই
শুদ্ধ হৃদয় ---- ভালোবাসা পেলাম অনাবিল ।।
08.03.2020 6:20 PM